দলীয় রদবদলের পর দলের অনুমোদন ছাড়াই পুঞ্চায় মহা মিছিল করে দলকে কড়া বার্তা দিয়ে গোষ্ঠী কোন্দলের জল্পনাকে আরো উস্কে দিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের দাপুটে নেতা তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়। নতুন সভাপতি কে ইঙ্গিত করে ক্ষোভ উগরে দিলেন এই বর্ষীয়ান নেতা। গোটা ঘটনাকে ইস্যু করে ফের তৃণমূলকে কটাক্ষ বিরোধী শিবিরের। জেলা তৃণমূলের সভাপতি পদে রদবদলের পর থেকেই পুরুলিয়ায় চেনা ছন্দ কেটেছে তৃণমূলের অন্দরে। রাজিব লোচন সরেন কে জেলা তৃণমূল সভাপতি দায়িত্বে বসানোর পর থেকেই দলীয় কোন সভা, বৈঠক কিংবা সাংগঠনিক মঞ্চে দেখা যায়নি দাপুটে তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় কে। কোথাও ছিল না তার নাম, ছিল না তার উপস্থিতি।
আর এই নিয়ে কানাঘুষো শুরু হতেই দীর্ঘদিন পর অন্তরাল থেকে শনিবার ফের রাজনীতির ময়দানে ফিরলেন সুজয় বন্দ্যোপাধ্যায়। দলের অনুমোদন ছাড়াই শনিবার পুরুলিয়ার পুঞ্চার রাস্তায় মহা মিছিল করে দলকে দিলেন কড়া বার্তা। হাজার হাজার কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিলে নেতৃত্ব দিয়ে বুঝিয়ে দিলেন তিনি এখনো আছেন। এবং দাপট নিয়ে আছেন। মূলত ২৬ এর নির্বাচনে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কে, এই লক্ষ্য নিয়েই আয়োজিত হয় এদিনের এই মহা মিছিল। কিন্তু জেলা তৃণমূলের কোন অনুমোদন ছিল না এই মিছিল ঘিরে। আরো অবাক করা বিষয় হলো জেলা কিংবা ব্লক স্তরের একজন শীর্ষ নেতার উপস্থিতি ছিল না এই মিছিলে।
সুজয় বন্দ্যোপাধ্যায়ের আগে পিছে এদিন শুধুই দেখা গেল তার ঘনিষ্ঠ কর্মী এবং তৃণমূলের সাধারণ সৈনিকদের। ‘২৬ এর মুখ্যমন্ত্রী মমতা’ লক্ষ্য হলেও এদিনের মিছিল থেকে রীতিমতো দলের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন সুজয় বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘দলের জেলা নেতৃত্বে আমার জায়গা নেই। মিটিং মিছিলে ডাকা হয় না আমাকে। তাই আমি তৃণমূলের পুরনো সৈনিক হিসেবে নিজের মতো করে মিছিল করলাম।’ একইসঙ্গে এটাও বুঝিয়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ফের মুখ্যমন্ত্রী দেখায় তার লক্ষ্য। তবে শুধু ক্ষোভ প্রকাশ নয়, এদিন মিছিলের মধ্য দিয়ে অপারেশন সিন্দুর কৃতিত্বের প্রতি সম্মান ওবিসি সংরক্ষণের দাবি নিয়েও বার্তা দিতে চাইলেন সুজয় বন্দ্যোপাধ্যায় যা দেখে রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন জেলা নেতৃত্বের উপেক্ষার জবাবই লুকিয়ে ছিল আজকের এই মিছিলে।
এদিকে দলের অনুমোদন ছাড়া এই মহা মিছিল দেখেও কোন মন্তব্য করতে নারাজ তৃণমূল জেলা সভাপতি রাজিব লোচন সোরেন। তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে জানান বিষয়টা খোঁজ নিয়ে দেখব। আর দলের অনুমোদন না নিয়ে দলকে কড়া বার্তা দিয়ে সুজয় বন্দ্যোপাধ্যায়ের এই মহা মিছিলই পুরুলিয়া জেলা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জল্পনাকে বিধানসভা নির্বাচনের আগে আরো একবার উসকে দিল। যে বিষয়টাকে ইস্যু করে ইতিমধ্যেই আক্রমণ জানিয়েছে পদ্ম শিবির। এদিন তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি সহ-সভাপতি গৌতম রায় বলেন, সুজয় বন্দ্যোপাধ্যায়ের মত মানুষকে মহা মিছিল করে প্রমাণ দিতে হচ্ছে যে তিনি এখনো তৃণমূল দলে রয়েছেন।
এদিকে কিছু মানুষ দলটাকে লুটেপুটে খাচ্ছে। অথচ পুরনো দিনে দুর্দিনে যারা তৃণমূলের পাশে ছিল আজ দলে তাদের কোন জায়গা নেই। উল্লেখ্য, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন তৃণমূলের অন্দরের গোষ্ঠী কোন্দলের ঘটনা আরও বেশি করে প্রকট হচ্ছে জেলা পুরুলিয়ায়। যা দেখে শুনে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন যেভাবে গোষ্ঠী কোন্দলের আগুনে পুড়ছে পুরুলিয়া জেলা তৃণমূল, যেভাবে এক জেলা একদলে থাকার পরেও রাজনৈতিক ব্যক্তিত্বদের পথ হয়ে যাচ্ছে আলাদা, সেক্ষেত্রে ২৬ এর নির্বাচনে দলের ভবিষ্যৎ কি হবে সত্যিই সেটা লাখ টাকার প্রশ্ন।