উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত শহর বসিরহাটে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় সম্মেলন। যে সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্য এবং জেলা স্তরের শীর্ষ নেতৃত্ব। শনিবার মিছিল করে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হাড়োয়া ব্লকের সমস্ত সরকারি কর্মীরা। মিছিলের নেতৃত্বে ছিলেন সঞ্জীব কুমার মন্ডল সহ ব্লকের একাধিক শীর্ষ কর্তা ব্যক্তিরা।
মূলত সম্মেলন থেকে তুলে ধরা হবে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি দীর্ঘদিনের বঞ্চনা এবং তার পাশাপাশি তুলে ধরা হবে রাজ্য সরকারের যে সকল জনমুখী প্রকল্প রয়েছে তা। এছাড়াও এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের যে সকল সুযোগ-সুবিধা দিয়েছেন রাজ্য সরকার এবং দাবি পূরণ করা হয়েছে সেগুলিও তুলে ধরা হবে। পাশাপাশি কর্মচারীদের সুযোগ-সুবিধা এবং সমস্যা আলোকপাত করা হবে বলে জানা গিয়েছে ফেডারেশন সূত্রে। সম্মেলনে যাওয়াকে কেন্দ্র করে হাড়োয়া ব্লক জুড়ে ছিল উৎসবের মেজাজ। দলে দলে ফেডারেশনের কর্মকর্তারা হাজির হতে জমায়েত হন হাড়োয়া ব্লক অফিসে।
তারপর একে একে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেব। ফেডারেশনের হাড়োয়া ব্লক সভাপতি সঞ্জীব কুমার মন্ডল বলেন, এটি একটি রাজ্য সরকারি কর্মচারী পরিচালিত ফেডারেশন যা সাধারণ মানুষের উদ্দেশ্যে দিনের পর দিন কাজ করে চলেছে, তার পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী অর্থাৎ যে সকল কর্মচারীরা এই ফেডারেশনের মধ্যে রয়েছেন তাদের সমস্ত সুযোগ-সুবিধা সহ তাদের সমস্যা সমাধানও করা হয় এই ফেডারেশনের পক্ষ থেকে। ফলে আগামী দিন অনেক ভালো পরিষেবা দিতে পারবে ফেডারেশন বলে জানান তিনি।