জনপ্রিয় পর্যটনস্থলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু! ভেসে গেলেন বহু পর্যটক, মৃত ৬। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। পুণের দেহু জেলার কুন্দমালা এলাকায় অবস্থিত ওই সেতুটি অত্যন্ত জনপ্রিয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় জমান। বিশেষত বর্ষার সময় সেখানে পর্যটকদের সংখ্যা বেড়ে য়ায়। রবিবারও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেতু এবং তার আশপাশের অঞ্চলে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
সেই সময় সেতুটির উপর প্রায় ১৫ থেকে ২০ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। সূত্রের খবর, এখনও পর্যন্ত ৮ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন ২ জন মহিলা। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। বাকিদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।