কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের সেখালিপুর গ্রাম পঞ্চায়েতের চাঁইপাড়া মাঠে। রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানের নির্দেশে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও সাংসদ খলিলুর রহমান, ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন, সেখালিপুর অঞ্চল প্রধান সুরাইয়া পারভিন, অঞ্চল সভাপতি মজিবুর সেখ সহ রঘুনাথগঞ্জ বিধানসভার বহু নেতা-কর্মী ও সমর্থক।
সভাস্থলে এদিন উপচে পড়া জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ করা হয়েছে। তিনি বলেন, “জনগণের স্বার্থেই মুখ্যমন্ত্রী এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।”
এদিনের জনসভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহু মানুষ তৃণমূলে যোগ দেন বলে জানা গেছে। নেতাদের বক্তব্যে রাজ্যের উন্নয়ন এবং কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠে আসে।
জনসভা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দলীয় ঐক্যের বার্তা।