বর্ষা আসে বর্ষা যায়, ভরা বর্ষায় ডুবে যায় চাকা নদীর উপর নির্মিত কালভার্ট। আর তার জেরেই পারাপার করতে পারেনা মানুষজন। বামফ্রন্ট সরকারের আমলে সম্ভবত ৭৮ বা ৭৯ সালে তৈরি হয়েছিল এই সেতু। বরাবাজার ব্লকের ধেলাতবামু, বানজোড়া, শুকুরহুটু, সিন্দরী, অঞ্চলের মানুষজন ছাড়াও মানবাজার ১ নম্বর ব্লকের কয়েকটা অঞ্চলের জনসাধারণের পুরুলিয়া সদর শহর যাওয়ার শর্টকাট রাস্তায় প্রতাপপুরের নিকট চাকা নদীর উপর এই কালভার্ট।
তৎকালে বর্ষার সময় কালভার্টের উপর দিয়ে জল উপচে পড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হতো না। ধীরে ধীরে নদীর দু’পাশে ভূমি ক্ষয়ের কারণে কমেছে নদীর নাব্যতা। ফলে একটু বেশি বৃষ্টি হলেই প্রায় সময় উঠে যাচ্ছে কালভার্টের উপরে জল। গার্ডওয়াল না থাকার কারণে কোন যানবাহন বা মানুষজন কেউ পারাপার করতে সাহস পাচ্ছে না সেই সময়।
শতাধিক মানুষকে সেই সময় ঘুর পথে জেলা সদর শহর পুরুলিয়া যেতে হয়।
তাতে সময়ের অপচয় সঙ্গে খরচও বেশি।
এলাকার মানুষ বিভিন্ন সময়ে নানান দাবির সঙ্গে সঙ্গে কালভার্টটি সংস্কার ও গার্ডওয়াল নির্মাণেরও দাবি তুলেছে। এবিষয়ে বরাবাজার পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শশধর মুদি’র আশ্বাস বর্ষার আগেই মেরামতের উদ্যোগ নেওয়া হবে।