পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নতুন জেলা কার্যালয় উদ্বোধন হল রবিবার দুপুরে পুরুলিয়া শহরের দুলমীতে।
তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যতবারই জেলা সভাপতি পরিবর্তন হয়েছে, সঙ্গে সঙ্গে কার্যালয়ও পরিবর্তিত হয়ে আসছে। সেই ট্রেডিশন বজায় রেখেই এ’বারের নবনির্বাচিত পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব লোচন সরেন তার পছন্দমত জায়গা ঠিক করে পুরুলিয়ার দলমীতে নতুন কার্যালয় উদ্বোধন করলেন। জেলার প্রায় সমস্ত ব্লক এলাকা থেকে ব্লক সভাপতি সহ একাধিক নেতাকর্মী এদিন কার্যালয় উদ্বোধনে উপস্থিত হলেন।
যদিও, প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া এবং বর্ষিয়ান তৃণমূল নেতা তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল না। দলীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন দলীয় কার্যালয় উদ্বোধন করলেন জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সরেন, সঙ্গে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, নবনির্বাচিত জেলা তৃণমূল চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, প্রাক্তন চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুমিতা সিংহ মল্ল সহ সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বরা।