ঠিকই ধরেছেন, বলা হচ্ছে দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্র মোনালিসার কথা। প্যারিস গেলে লুভর মিউজিয়ামে রাখা সেই বিশ্বখ্যাত চিত্রশিল্প না দেখে ফিরে এসেছেন, এমন পর্যটক বোধহয় দুটি মেলে না। কিন্তু সেই পর্যটকের ভিড়ই কাল হল!
মোনালিসার হাসির মর্মার্থ খুঁজতে নিত্যদিন এত মানুষের সমাগম হচ্ছে, যে ভিড়ের চাপে লুভর মিউজিয়াম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, সোমবার থেকে প্যারিসের বিখ্যাত দর্শনীয় স্থানের দরজা বন্ধ হয়ে গিয়েছে।
প্রায় আড়াইশো বছরের প্রাচীন লুভর মিউজিয়াম সংগ্রহশালা হিসেবে যতটা জনপ্রিয়, বিখ্যাত, ফরাসি স্থাপত্য হিসেবেও তার কদর ততটাই। কাচের পিরামিড আকারের মিউজিয়ামে একাধিক নামী শিল্পীর আঁকা ছবি সংরক্ষণ করে রাখা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় লিওনার্দো দ্য ভিঞ্চির কালজয়ী সৃষ্টি ‘মোনালিসা’, যে ছবির গবেষণার বিষয় হল মোনালিসার হাসি।
তা দেখতেই রোজ কাতারে কাতারে শিল্পপ্রেমী ভিড় করেন লুভর মিউজিয়ামে। শুধু চিত্রশিল্পীই নন, আমজনতারও আকর্ষণ এই ছবি। সম্প্রতি সেই ভিড় আরও বাড়ছে। মিউজিয়ামের সামনে টিকিট কাউন্টার থেকে প্রবেশদ্বার – সর্বত্র দীর্ঘ লাইন সামলাতে সামলাতে ক্লান্ত কর্মীরা। নিরাপত্তারক্ষীদের উপরও চাপ বাড়ছে। তিতিবিরক্ত হয়ে তাঁরা পুরোদমে কর্মবিরতি শুরু করেছেন। ফলে মিউজিয়ামে আপাতত তালা বন্ধ।