রাজ্য পুলিশ ও কেন্দ্র বাহিনীর করা নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রস্তুতি। নদীয়ার কালিগঞ্জ বিধানসভার অন্তর্গত পানিঘাটা উমা দাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে করা হয়েছে ডিসিআরসি সেন্টার। সকাল থেকে ডিসিআরসি সেন্টারের সামনে রয়েছে পুলিশের নজরদারি।
ভেতরে প্রবেশ করার আগে ভোট কর্মীদের করা হচ্ছে চেকিং। এরপর প্রত্যেক ভোট কর্মী, তারা বিসিআরসি’র ক্যাম্প থেকে সংগ্রহ করছেন ভোট গ্রহণ প্রক্রিয়ার সরঞ্জাম। বৃহস্পতিবার ১৯ জুন নদীয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। তার আগে বুধবার গোটা বিধানসভা জুড়ে যেমন নজরদারি বাড়ানো হয়েছে, তেমনই ডিসিআরসি সেন্টারের সামনে একইভাবে বাড়ানো হয়েছে নজরদারি।