ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ দুই ভারতীয় দালাল। নদীয়ার কৃষ্ণগঞ্জের নালুপুর সীমান্তের একটি বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা দুই অবৈধ বাংলাদেশি ও দু’জন দালালকে গেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের দুই নাগরিক হৃদয় বাড়ুই ও নিথর বিশ্বাস এদের বাড়ি বাংলাদেশের বরিশালের ও গোপালগঞ্জে।
নাড়ুপুর পুরাতন পাড়ায় বিশ্বজিৎ মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে দালালের মাধ্যমে দু’দিন আগে এসে গা ঢাকা দিয়ে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দুই বাংলাদেশী সহ দুই দালালকে গ্রেফতার করে ধৃত চারজনকে কৃষ্ণনগর আদালতে পাঠায়। স্বাভাবিকভাবেই সীমান্তবর্তী এলাকার এক দালালের বাড়ি থেকে আবারও দুই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছাড়াই সীমান্তবর্তী এলাকায়।