ব্যান পিরিয়ড কাটিয়ে সমুদ্রে মৎস্য শিকারে যেতেই মৎস্যজীবী ও ট্রলার মালিকদের মুখে ফুটলো চওড়া হাঁসি। কারণ প্রথম দিনেই মৎস্যজীবিদের জালে ধরা দিলো সমুদ্রের রূপালী ফসল। দিঘা-শংকরপুর ফিসারম্যান এসোসিয়েশান সুত্রে জানা গেছে, এবছর প্রথম ব্যান পিরিয়ড কাটিয়ে ১৫ জুন থেকে সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে মৎস্যজীবীরা জালে তুললো ১৫ টন ইলিশ।
জালে ওঠা এই ইলিশ গুলোর দাম ৬০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। ওজন ৫০০ গ্রাম থেকে দেড় কিলোগ্রাম পর্যন্ত। মৎস্যজীবীরা মৎস্য শিকার করে মোহনায় ফিরে আসার পরে ট্রলার মালিকরা প্রথম চান্সেই লক্ষী লাভ হয়েছে বুঝতে পেরে বেজায় খুশি।