ফের বহরমপুরের জেলা শ্রমিক ভবনে অনুষ্ঠিত হল জব ড্রাইভ। বুধবার এই কর্মসংস্থানমুখী উদ্যোগে অংশ নিতে সকাল থেকেই ভিড় করেন শতাধিক চাকরিপ্রার্থী যুবক-যুবতী। শ্রমিক ভবন সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার তরফে প্রায় ৪০০টি সিকিউরিটি গার্ড পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চালানো হয়।
চাকরিপ্রার্থীদের এদিন সরাসরি ইন্টারভিউ নেওয়া হয়। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক উত্তীর্ণ তরুণ-তরুণী ছিলেন, যারা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী কাজের অপেক্ষায় ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়, জেলা শ্রমিক ভবনের আধিকারিক নির্মাল্য পাল সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। তাঁদের উপস্থিতিতেই পুরো নিয়োগ প্রক্রিয়া সুশৃঙ্খল ও নির্বিঘ্নে পরিচালিত হয়।
প্রসঙ্গত, বহরমপুরের এই শ্রমিক ভবনে নিয়মিতভাবেই এই ধরনের জব ড্রাইভের আয়োজন করা হয়ে থাকে। জেলার বেকার যুবসমাজের জন্য নানা বেসরকারি সংস্থা এখানে এসে সরাসরি কর্মী নিয়োগের পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করে থাকে। জেলা প্রশাসনও এই ধরনের কর্মসূচিতে নিয়মিত সহায়তা করে থাকে।
এই ধরনের উদ্যোগে খুশি চাকরিপ্রার্থীরা। তাঁদের মতে, এমন সুযোগ যদি নিয়মিতভাবে দেওয়া হয়, তাহলে অনেকটাই স্বস্তি মিলবে জেলার বেকার যুবসমাজের।