সবজির ন্যায্য দাম না পেয়ে রাজপথে নেমে এলেন কৃষকরা। বুধবার সকালে হরিহরপাড়া থানার মিঞার বাগান এলাকায় রাজ্য সড়কের ওপর পটল, ভেন্ডি, লাফা, শসা সহ নানা ধরনের সব্জি ছড়িয়ে দিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় চাষিরা। তাঁদের ক্ষোভ, মাঠে ঘাম ঝরিয়ে চাষ করেও ন্যায্য মূল্য মিলছে না, অথচ ফড়েদের পেটে ঢুকছে মোটা মুনাফা।
চাষিদের বক্তব্য, বর্তমানে সবজির দাম এতটাই পড়ে গেছে যে বাজারে পটল, ভেন্ডি, লাফা মাত্র ২–৫ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। অথচ চাষের পেছনে যে পরিমাণ খরচ হচ্ছে, তার ছিটেফোঁটাও উঠছে না। রাসায়নিক সার, বীজ, কীটনাশকের দাম বেড়ে চলেছে, ফলে চাষে প্রতিদিনই খরচ বাড়ছে।
এক কৃষক আব্দুর রাজ্জাক জানান, গত ছ’মাস ধরে সব্জির দাম একেবারেই নেই। অথচ সার ও কীটনাশকের দাম প্রতিদিনই বাড়ছে। প্রতিটি বিঘায় সব্জি চাষ করে গড়ে ১০–১৫ হাজার টাকা লোকসান হচ্ছে।
চাষিদের দাবি, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। সরকারের কাছে তাঁদের আবেদন, বাজারে ফড়েদের দৌরাত্ম্য রুখে কৃষকদের সরাসরি বিক্রির ব্যবস্থা করা হোক এবং ন্যায্য দামের নিশ্চয়তা দেওয়া হোক।