- Advertisement -spot_img
Homeদেশ‘যাঁরা ইংরেজিতে কথা বলেন, তাঁদের শীঘ্রই লজ্জিত হতে হবে’! অমিত শাহ

‘যাঁরা ইংরেজিতে কথা বলেন, তাঁদের শীঘ্রই লজ্জিত হতে হবে’! অমিত শাহ

- Advertisement -spot_img

ভারতের ভাষাতাত্ত্বিক ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করার সময় এসেছে। সে ক্ষেত্রে এমন একটি সমাজ গড়ে উঠবে, যেখানে কেউ ইংরেজিতে কথা বলতে লজ্জা পাবেন। মাতৃভাষার প্রচলন এবং প্রসারের উপর জোর দেওয়ার কথা বলেন শাহ। জানান, দেশের আঞ্চলিক ভাষাগুলি রত্নবিশেষ। সেই সূত্রেই তিনি বলেন, “এই দেশে যাঁরা ইংরেজিতে কথা বলেন, তাঁদের খুব শীঘ্রই লজ্জিত হতে হবে। অচিরেই এই ধরনের সমাজ গঠিত হবে। আমাদের ভাষাগুলি ছাড়া প্রকৃত ভারতবাসী হয়ে উঠতে পারব না।” একই সঙ্গে শাহের সংযোজন, “আমাদের দেশ, সংস্কৃতি, ইতিহাসকে বুঝতে কোনও বিদেশি ভাষা সহায়ক হতে পারে না। আমি জানি লড়াইটা কত কঠিন।

 

কিন্তু আমি এটাও জানি, ভারতীয় সমাজ এটা জিতবে। আমরা আমাদের ভাষাতেই দেশ চালাব।” ভাষার সূত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পঞ্চপ্রাণ’ বা পাঁচ শপথের কথা উল্লেখ করেন শাহ। তিনি বলেন, “অমৃতকালে মোদীজি ‘পঞ্চপ্রাণ’-এর শিলান্যাস করেছেন। উন্নত ভারত গড়ে তুলতে সব ধরনের দাসত্ব থেকে মুক্ত হতে হবে। নিজেদের ঐতিহ্য সম্পর্কে গর্বিত হতে হবে। একতা এবং সৌভ্রাতৃত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে। কর্তব্যবোধ সম্পর্কে প্রতিটি নাগরিকের মধ্যে চেতনা জাগাতে হবে। ১৩০ কোটি ভারতীয় এই শপথ নেবে।”

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here