বাদুড়িয়া থানায় বিভিন্ন সময় টোটো চুরির অভিযোগ জমা পড়ে দীর্ঘদিন ধরে । অভিযোগের তদন্তে নামে বাদুড়িয়া থানার পুলিশ । তদন্তে নেমে দক্ষিণ 24 পরগনার গোসোবা থেকে হাসান দেওয়ান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ । এরপর তাকে জিজ্ঞাসা করার পর আরও দুজনকে গ্রেফতার করে ।
এদেরকে জিজ্ঞাসাবাদ করে গোসাবা সহ কুলতলী থানা এলাকা থেকে ১১ টি টোটো গাড়ি উদ্ধার করে বসিরহাট পুলিশ জেলার বাদুড়িয়া থানার পুলিশ এমনটাই জানালেন বাদুরিয়ার এসডিপিও রাহুল মিশ্র। এই চুরির মূল পান্ডা হাসান দেওয়ান বলে পুলিশ সূত্রে খবর ।
এই ১১ টি টোটোর মালিক বাদুড়িয়া , মাটিয়া , দেগঙ্গা সহ বিভিন্ন থানা এলাকার ।
আদালতের নির্দেশের পর এই সব উদ্ধার হওয়া টোটো গাড়ি মালিকদের হাতে তুলে দেবে বাদুড়িয়া থানার পুলিশ।