- Advertisement -spot_img
Homeরাজ্যরোমিওদের দাপাদাপি শব্দ দূষণ ঠেকাতে ট্রাফিক পুলিশের নয়া উদ্যোগ

রোমিওদের দাপাদাপি শব্দ দূষণ ঠেকাতে ট্রাফিক পুলিশের নয়া উদ্যোগ

- Advertisement -spot_img

উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বিভিন্ন জাইগায় কখনো স্কুল টাইমে, আবার কখনো বিকেলবেলা, আবার রাতে অতিরিক্ত শব্দ দূষণ সাইলেন্সার লাগিয়ে রাস্তায় পথচলতি মানুষ ও রোগী থেকে বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা এই অতিরিক্ত শব্দ দূষণে অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত জোরে সামনের থেকে বাইক চালিয়ে গিয়ে এমন একটি শব্দ যন্ত্রণা তৈরি করছেন যার কারণে সমস্যায় পড়ছে কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করা। এমনকি যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তারা এই বাইকের শব্দ শুনলে ভয় পেয়ে যান।

 

বয়স্কদের মাথা যন্ত্রণা, কানের সমস্যা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া। বসিরহাট পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক সুব্রত কুমার বারিকের উদ্যোগে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এদিন জনবহুল এলাকা বোটঘাট ইছামতি ব্রিজ ও সীমান্ত বসিরহাট শহরের বিভিন্ন জায়গায় যেসব যুবকরা উচ্চমানের শব্দসম্পন্ন সাইলেন্সার লাগিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তাদেরকে হাতেনাতে পাকড়াও করলো। মোটরবাইক থেকে সাইলেন্সার খুলে নেওয়া হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে। এদিন প্রচুর বাইক যে সব জায়গায় উচ্চমানের সাইলেন্স লাগানো হয়েছে তাদেরকে ধরে মোটর বাইকের সাইলেন্সার খুলে দিচ্ছে এবং সতর্ক করে দিচ্ছে, আগামী দিনে যাতে এই ধরনের শব্দ দূষণ সাইলেন্সার না লাগায়।

 

পুলিশ আধিকারিকরা বলেন, যেখানে নির্দেশ রয়েছে ৮০ ডেসিবেলের বেশি না হয় সেই নির্দেশকে অমান্য করে শব্দ দূষণ চলছে। পাশাপাশি বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থার সাইলেন্সার ব্যবহার করতে হবে। যেগুলো একেবারে পরিবেশবান্ধব বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি। পাশাপাশি আগামী দিনের তারা আরো বেশি সচেতনতার বার্তা সহ প্রশাসন করার ব্যবস্থা নেবে। বসিরহাট পুলিশ জেলার বসিরহাট ট্রাফিক পুলিশের উদ্যোগে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানা যায়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here