‘অস্থির বিশ্বে শান্তির দিশা দেবে যোগ’, বার্তা মোদির. ১১তম আন্তর্জাতিক যোগ দিবসে বিশাখাপত্তনমে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যোগে অংশ নেন ৫ লক্ষ মানুষ। সেই যোগ মহোৎসবে অংশ নেন প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী ছাড়াও যোগে অংশ নেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং সেই রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রসংঘে আবেদন করে ভারত। মোদির সেই আবেদন স্বীকৃতি পায়। বিশ্বের ১৭৫টি দেশ আজ যোগ দিবস পালন করছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
এবছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল ‘এক পৃথিবী ও এক স্বাস্থ্যের জন্য যোগ’ প্রধানমন্ত্রী বলেন, যোগ একাত্মতার বার্তা দেয়। মোদির কথায়, “যোগ হল জীবনের শৃঙ্খলা। যোগই বোঝায় আমরা প্রকৃতির অংশ। বিচ্ছিন্ন নই।” প্রধানমন্ত্রীর দাবি, বিশ্বজুড়ে এখন যে অস্থিরতা, চাপানউতোর চলছে, সেসবের মধ্যে আমাদের শান্তির দিশা দেয় যোগ। লখনউতে যোগ ব্যায়ামে অংশ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপির প্রথম সারির সব নেতামন্ত্রীই এদিন যোগাসনে অংশ নিয়েছেন। দিল্লিতে যোগে মগ্ন বাঁশুরি স্বরাজ।
লোকসভার স্পিকার ওম বিড়লাও যোগে অংশ নিলেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরও যোগে যোগ দেন। বিজেপির উদ্যোগে যোগ দিবস পালিত হল বঙ্গেও। তুলসী পুজো করে যোগে অংশ নিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা।