সুকান্ত মজুমদারই রাজ্যের আইনকে ‘সোনাগাছির যৌনকর্মী’দের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সরব তৃণমূল। সুকান্তকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে শাসক শিবির। তৃণমূলের অফিসিয়াল X হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়।
৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি গাড়িতে বসে রয়েছেন সুকান্ত। পুলিশদের লক্ষ্য করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “আপনারা আইনটাকে সোনাগাছির সেক্স ওয়ার্কারে (যৌনকর্মী) পরিণত করেছেন। পশ্চিমবঙ্গের আইনটা।” কীভাবে একজন জনপ্রতিনিধি এমন মন্তব্য করেন তা নিয়ে উঠছে প্রশ্ন।