শান্তির খোঁজে গিয়েছিলেন পূণ্যস্নানে, ফেরার পথেই নেমে এলো মৃত্যু। রবিবার সকালেই মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল চার পূণ্যার্থীর। গুরুতর আহত ১৮ জন বর্তমানে চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে এগারোটা নাগাদ বহরমপুর-কান্দি রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে একটি যাত্রীবোঝাই ট্রেকার। হরিহরপাড়া থানার রুকুনপুর বিশারাতগঞ্জ থেকে পূণ্যার্থীদের নিয়ে বীরভূমে গিয়েছিল ট্রেকারটি। ফেরার পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
নিহতদের মধ্যে রয়েছেন ট্রেকার চালক শম্ভু সরকার (৪০), বিনু রানী সরকার, চম্পা সরকার ও ব্যঞ্জনা সরকার। চারজনেরই বাড়ি রুকুনপুর বিশারাতগঞ্জ এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে পৌঁছান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক তদন্তে অনুমান, দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ, ডাম্পারটি দীর্ঘক্ষণ সড়কের ধারে দাঁড়িয়ে ছিল এবং কোনও সতর্কতা ব্যবস্থা ছিল না।
ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে রুকুনপুর এলাকায়। একসাথে চারজনের মৃত্যুতে ভেঙে পড়েছেন আত্মীয়-পরিজনেরা। কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।