তৃণমূল নেতার খুনের ঘটনায় ১৯ জনকে দোষী সাব্যস্ত করলো আরামবাগ মহাকুমা আদালত। মঙ্গলবার তাদের সাজা ঘোষণা হবে। জানা গেছে, এই মামলা থেকে সাত জনকে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক।
জানা গেছে, ২০১১ সালে ৯ ডিসেম্বর গোঘাটে হাওড়া এলাকায় পরিচালনা কমিটির মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিল। তা নিয়ে গন্ডগোল বাদে, তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা নইমউদ্দিনের। এই ঘটনায় নইমউদ্দিনের স্ত্রী গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে দীর্ঘদিন কোর্টে মামলা চলছিল। এদিন আরামবাগ মহাকুমা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেকশন জজ কোর্টের বিচারক ১৯ জনকে দোষী সাব্যস্ত করেন।