পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর এলাকায় বেশ কিছু স্থানের মানুষ বিগত তিন মাস ধরে জলের কষ্টে ভুগছেন। কলে জল নেই। গরমে প্রচন্ড জলকষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। বারবার পঞ্চায়েত সদস্য অজয় চন্দ্রকে জানালেও গ্রামবাসীদের অভিযোগ পঞ্চায়েত সদস্য অজয় চন্দ্র গ্রামবাসীদের জানিয়েছেন ওই এলাকা থেকে তারা ভোট পান নি, তাই জল দেয়া যাবে না। গ্রামবাসীরা আরো বলেন, এলাকার রাস্তা খারাপ। সেটি সংস্কার হচ্ছে না।
দুর্গাপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে। স্থানীয় পঞ্চায়েত সদস্যও শাসক দলের। পঞ্চায়েত সদস্যের এই বক্তব্যকে কেন্দ্র করে তোলপার রাজনৈতিক মহল। জলের জন্য তাই দীর্ঘক্ষণ জি টি রোড অবরোধ করেন গ্রামবাসীরা। যদিও পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এই বিষয়ে ওই পঞ্চায়েত সদস্যকে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু বলতে চাননি, তবে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। জলের বিষয়টি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে তিনি জানিয়েছেন। তবে ভোট নিয়ে তার বলা কথার বিষয়ে স্থানীয়রা যে অভিযোগ করেছেন তাও অস্বীকার করেছেন। উল্টে তিনি বলেন এই ধরনের কথা তিনি কখনো বলেননি।
পঞ্চায়েত এলাকার সকলকে সমান চোখে দেখেন এবং সকলের উন্নয়নে কাজ করে চলেছেন। মেমারী ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি বলেন, জলের সমস্যা রয়েছে কয়েকদিন ধরে। সেই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে, তবে ভোট নিয়ে যদি পঞ্চায়েত সদস্য কোনো মন্তব্য করেন, সে ক্ষেত্রে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। বর্তমান তৃণমূল সরকার সকলের জন্য ভাবেন। অন্য কোনো দল বা রং দেখে পরিষেবা দেন না। সকলকে সমান সুযোগ-সুবিধা দিয়ে আসেন।