- Advertisement -spot_img
Homeরাজনীতিপানাগড় সেনা ছাউনির কাছে বিজেপি কর্মীকে মারধর, ধৃত ১

পানাগড় সেনা ছাউনির কাছে বিজেপি কর্মীকে মারধর, ধৃত ১

- Advertisement -spot_img

রবিবার পূর্ব বর্ধমান জেলার বুদবুদের কাছে পানাগড় সেনা ছাউনির তিন নম্বর গেটের সামনে এক বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। আসানসোলের কালিপাহাড়ীর বাসিন্দা এবং বিজেপি কর্মী করন চৌবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে কলকাতা গিয়ে বর্তমান রাজ্য নেতৃত্বর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে এবং প্রচারের স্বার্থে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন।

 

কলকাতা যাওয়ার পথেই বুদবুদে পানাগড় সেনা ছাউনির তিন নম্বর গেটের সামনে তৃণমূল আশ্রিত এক দল দুষ্কৃতী বাইকে করে এসে তার ওপর চড়াও হয় এবং বেধরক মারধর করে, তার সঙ্গে থাকা সাইকেলে ছবিগুলি ছিঁড়ে দেয় ও সাইকেল ভেঙে দেয় বলে অভিযোগ জানায় বিজেপি। বুদবুদ থানায় অভিযোগ জানালে পুলিশ এই ঘটনায় গলসির ভীমসারা, পারাজ থেকে বাদশাহ আনসারী শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। সোমবার ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে বুদবুদ থানার পুলিশ।

 

ধৃত কে মহকুমা আদালতে পেশ করার সময় পুলিশের গাড়ি ধাওয়া করে বিজেপি কর্মীরা। ধৃতকে গাড়ি থেকে নামাতেই শুরু হয় জয় শ্রীরাম স্লোগান। এরপর দীর্ঘক্ষণ ধরে আদালত চত্বরে ভির করে অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। করণ চৌবে জানিয়েছেন, রবিবার দুপুর নাগাদ তিনি সাইকেলে করে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে যাওয়ার সময় আচমকা কয়েকজন দুস্কৃতি বাইকে করে এসে তাকে ঘিরে ধরে অকথ্যভাষায় গালিগালাজ করে। তারপরেই তার সাইকেলে লাগানো পোস্টারগুলি ছিঁড়ে দেয় দুস্কৃতিরা।

 

পাশাপশি তাকে মারধর করার সাথে তার সাইকেল টাও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই তিনি বিজেপি কর্মীদের সাথে যোগাযোগ করে বুদবুদ থানায় লিখিত অভিযোগ জানান। ঘটনার তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বুদবুদ থানার পুলিশ ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি চালাবে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনার জেরে নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলের সাথে কোনো যোগ নেই বলেই স্পষ্ট জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here