রথযাত্রার আগে পুরুলিয়ায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পুরুলিয়া-দিঘা বাস পরিষেবা শুরু হতেই খুশি সাধারণ যাত্রী সহ পর্যটকদের। দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর থেকে প্রতিদিন পর্যটক সমাগম বেড়ে চলেছে। তাই এবার পুরুলিয়াবাসীর সুবিধার্থে সরাসরি দীঘা পৌঁছনোর জন্য বাস চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।
সোমবার সপ্তাহের প্রথম দিন পুরুলিয়া-দীঘা ভায়া বান্দোয়ান, ঝাড়গ্রাম, লোধাশুলি, কাঁথি রুটে নতুন বাস সার্ভিসের শুভ সূচনা করলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী শান্তির মাহাতো, পৌর প্রধান নবেন্দু মাহালি সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। মূলত, এতদিন পুরুলিয়া শহর থেকে দীঘা যাওয়ার জন্য সরাসরি সরকারি বা বেসরকারি বাস অথবা ট্রেনের কোনো ব্যবস্থা ছিলো না। ফলে এতদিন ঘুর পথে যেতো হত দীঘা।
সমস্যায় পরতেন সাধারণ যাত্রীরা। তাই সাধারণ যাত্রীদের কথা ভেবেই পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার ঝাঁচকচকে নতুন বাস চালু করা হল। কারণ এখন দীঘা শুধু বাংলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত নয়, জগন্নাথ মন্দিরও সেখানে। ফলে এই বাস পরিষেবা পর্যটকদের কাছে অত্যন্ত লাভজনক এবং সময়সাশ্রয়ী হতে চলেছে।