রেল শহর চিত্তরঞ্জনে কর্ণেল সিং পার্কে ঘুরতে গিয়ে গত ২১ জুন শনিবার সন্ধ্যায় রূপনারায়ণপুরের এক তরুণী ও তার সঙ্গী, চার যুবকের হাতে নিগৃহীত হয়েছিলেন। ঐ চার যুবক নিজেদেরকে পুলিশের সিভিক ভলেন্টিয়ার হিসেবে পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে থাকা মোবাইল কেড়ে নেয়। ঝামেলা থেকে রেহাই দেওয়ার জন্য তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে ঐ চার যুবক বলে অভিযোগ।
ঘটনার পরই তরুণী ও তার সঙ্গী চিত্তরঞ্জন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে চিত্তরঞ্জন থানার পুলিশ তদন্তে নেমে ঐ চার যুবককে গ্রেফতার করে। ধৃতদের নাম বান্টি মন্ডল, বিমল মন্ডল, জীবন মণ্ডল ও রাহুল মণ্ডল। তাদের মধ্যে বান্টি ও বিমল চিত্তরঞ্জন কে জি হাসপাতালের অস্থায়ী নিরাপত্তাকর্মী বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে আরো জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে ভুয়ো পরিচয়(সিভিক ভলেন্টিয়ারের) দিয়ে প্রতারণা, নিগ্রহ, শ্লীলতাহানি, টাকা চাওয়া সহ বিএনএসের একাধিক ধারায় মামলা (নং ১৯/২৫, তারিখ ২২/৬/২০২৫) রুজু করা হয়েছে। সোমবার ধৃতদেরকে আসানসোল আদালতে পাঠানো হয়। পুলিশ চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে বলে এক আধিকারিক জানিয়েছেন।