মঙ্গলবার অন্ডালের সিদুলি কোলিয়ারির শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কর্মী-সমর্থকরা কোলিয়ারীর আবাসনের জল ও খনির ভেতরে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে খনির কাজ বন্ধ করে বিক্ষোভ সামিল হলো। এক শ্রমিক নেতা জানান, খনির ভেতর ভেন্টিলেশনের ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে, যে কারণে খনির ভেতর প্রচণ্ড গরমে কাজ করতে বাধ্য হচ্ছে শ্রমিকরা।
বারবার কোলিয়ারি কর্তৃপক্ষকে বলেও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করছে না বলে অভিযোগ। সে কারণে মঙ্গলবার সকাল থেকেই খনির কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কর্মী-সমর্থকরা। কোলিয়ারির ম্যানেজার এ কে চৌধুরী জানান, খনির নিচে শ্রমিকদের জন্য সঠিক সুরক্ষা ব্যবস্থা আছে। তবে শ্রমিকদের দাবিমত এলাকায় জলের ব্যবস্থা এক সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি এও বলেন, খনির নিচে শ্রমিকদের যে নিরাপত্তা সেই ব্যাপারটা নিয়েও তদন্ত করে দেখবেন। অবশেষে ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা।