দুর্গাপুরে সিপিআইএমের অবরোধকে ঘিরে ধুন্দুমার কান্ড। পুলিশের সাথে ধস্তাধস্তি, মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়াতে বাঁধা দিতে এলে পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ সিপিআইএম কর্মীদের। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। প্রসঙ্গত, সোমবার নদীয়ার কালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচনের ফল ঘোষণার পর উৎসবে মেতে উঠে তৃণমূল কংগ্রেস কর্ম-সমর্থকরা। অভিযোগ, তৃণমূলের বিজয় উৎসব মিছিল থেকে সকেট বোমা ছোঁড়া হয়, সেই বোমার আঘাতে বালিকা তমন্না খাতুনের মৃত্যু হয়।
এই ঘটনার প্রতিবাদে সিপিআইএম মঙ্গলবার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়ে রাজ্য সড়ক অবরোধ শুরু করে। টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। কিন্তু এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করতে গেলে শুরু হয় পুলিশের সাথে সিপিআইএম কর্মীদের তুমুল ধস্তাধস্তি। পুলিশকে ঘিরে ধরে চলে আন্দোলনকারীদের তুমুল বিক্ষোভ। আটকে দেওয়া হয় সমস্ত গাড়ি।
ছুটে আসে কোক-ওভেন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী। কেন পুলিশ তাদেরকে কুশপুতুল পোড়াতে বাঁধা দিচ্ছে, এই প্রশ্ন তুলে ফের শুরু হয় রাজ্য সড়ক অবরোধ। পুলিশ কর্মীদের ঘিরে ধরে চলে বিক্ষোভ। প্রায় ৪৫ মিনিট রাজ্য সড়ক অবরোধ থাকার পর ওঠে অবরোধ। তবে পুলিশ কর্মী’র শাস্তির দাবিতে সরব হয় সিপিআইএম কর্মী-সমর্থকরা। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড় রাজ্য সড়কে। সিপিআইএম ফের রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে, পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বের।