সংঘর্ষবিরতি ঘোষণার পরেও যুদ্ধ থামার নাম নেই। প্রথমে ইজরায়েলের বিদেশমন্ত্রী দাবি করেন, ইরান সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। এরপর পালটা ইজরায়েলি সেনার হামলার খবর মিলেছে। এই ঘটনায় ইজরায়েল ও ইরান উভয়পক্ষের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ট্রাম্প। কার্যত মেজাজ হারিয়ে তিনি বলেন, “ওরা জানে না ওরা কী করছে।
জার্মানির হেগে শহরে ‘ন্যাটো’ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। এদিন হোয়াইট হাউস হেগের উদ্দেশে রওনা দেন তিনি। তার আগে সাংবাদিক সম্মেলনে ইজরায়েল ও ইরানের উপর ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের দক্ষিণ প্রাঙ্গনে সংবাদিকদের সঙ্গে কথা বলার কিছুক্ষণ আগেই সমাজমাধ্যমে ইজরায়েলকে ধমকের সুরে ইরানে বোমা ফেলতে বারণ করেন ট্রাম্প। ওই পোস্টে তিনি লেখেন, ইজরায়েল ওই “বোমাগুলি ফেলো না”। “এটা করলে বড়সড় লঙ্ঘন হবে। এখনই পাইলটদের ফিরিয়ে নাও।” এই বার্তাতেও কাজ হয়নি। তেহরানে হামলা চালিয়েছে ইজরায়েল।
মঙ্গলবার ভোররাতে ট্রাম্পের তৃতীয় সোশাল মিডিয়া পোস্টের পর সংঘর্ষবিরতিতে সম্মতি জানায় ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার গুঁড়িয়ে দিয়েছে তারা। তবে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করলে উপযুক্ত জবাব দেওয়া হবে। ইরান অবশ্য সংঘর্ষবিরতি নিয়ে সরাসরি কিছু বলেনি তখন।