কেষ্ট মন্ডলের গড় বীরভূমে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি ও বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে প্রায় এক হাজার বাইক নিয়ে মিছিল করলো তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রবি মুর্মু। বুধবার বোলপুর বিধানসভার ইলামবাজার ব্লকের রামনগর আদিবাসী পাড়া থেকে বাইক মিছিল বের হয়।
ইলামবাজার বনাঞ্চল এলাকায় কার্যত দাপিয়ে বেড়ায় বাইক মিছিল। শেষ হয় মোরগাবনী গ্রামের মোড়ে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল বলেন, বাইক মিছিলের অনুমতি আছে তো তৃণমূলের ? আমি নিশ্চিত প্রশাসন কোন পারমিশন দেয়নি। অবৈধভাবে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক মিছিল। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস তৈরি করায় মূল লক্ষ্য। পুলিশ প্রশাসনকে বিষয়টি দেখার জন্য আবেদন জানাবো। তৃণমূল নেতা রবি মুর্মু জানান, একুশে জুলাই তৃণমূল শহীদ দিবস পালন করে ধর্মতলায়। দলীয় নির্দেশ অনুযায়ী তার প্রস্তুতির জন্য বাইক মিছিল।
এছাড়াও অন্যায় ভাবে কেন্দ্রীয় সরকার রাজ্যের আবাস যোজনা প্রকল্পে বাড়ির টাকা আটকে রেখেছিল। একশ দিনের টাকা দিচ্ছে না। মহামান্য আদালত সেই টাকা দেওয়ার বিষয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে। আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছিলেন। বাংলার প্রাপ্য টাকা কিভাবে ছিনিয়ে আনতে হয় তা দেখিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন জানাতে আজকের এই বাইক মিছিল।