বড়সড় বিস্ফোরণে মৃত্যু হল ৭ সেনা জওয়ানের। মৃতদের তালিকায় রয়েছেন এক সেনা আধিকারিকও। জানা গিয়েছে, এই হামলা চালানো হয় দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায়। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে হামাসের সেনা সংগঠন আল কসসাম ব্রিগেডস। বুধবার হামলার কথা স্বীকার করে নেন ইজরায়েলি সেনার এক আধিকারিক।
তিনি বলেন, মঙ্গলবার খান ইউনিস শহরে জঙ্গি হামলার শিকার হয়েছে সেনাবাহিনীর এক সাঁজোয়া যান। বিস্ফোরণের জেরে এক সেনা আধিকারিক-সহ মোট ৭ জন জওয়ানের মৃত্যু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই আধিকারিক আরও বলেন, মৃত ৭ জওয়ানের মধ্যে ইতিমধ্যেই ৬ জনের দেহ প্রকাশ্যে আনা হয়েছে। তবে সরকার অন্য এক জওয়ানের পরিচয় সামনে আনেনি। শুধু তাই নয়, খান ইউনিস এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে ব্যাপক গুলির লড়াই চলে ইজরায়েলের সেনার।