বুধবার একশো দিনের কাজের দাবিসহ একাধিক দাবিতে সিপিএম দলের পক্ষ থেকে সবং বিডিও অফিস অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয়। সিপিএমের কর্মসূচি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সবং ব্লক কমিটির সভাপতি আবু কালাম বক্স বলেন, পুলিশ তার কাজ করেছে। কিন্তু সিপিএম প্রচারের আলোয় আসার জন্য অন্যায়ভাবে বুধবার ডেপুটেশন দিতে গিয়েছিল এবং উৎশৃংখল আচরণ করেছে।
কিছু মাতাল লোক তালা ভাঙতে গিয়েছিল সবং বিডিও অফিসের গেটে এবং খুব নোংরা কদর্য ভাষায় গালাগালি করে। পুলিশ তার কাজ করেছে। আইনশৃঙ্খলাটা পুলিশের ব্যাপার। কিন্তু আমাদের প্রশ্ন যখন তৃণমূল কংগ্রেস ১০০ দিনের কাজের দাবিতে কলকাতা থেকে দিল্লি রাজপথে আন্দোলন করেছিল। যখন দিল্লীর পুলিশ আমাদের নেতা-নেত্রীদের মেরেছিল। সেদিন কেন এই সিপিএমের নেতাদেরকে রাস্তায় দেখা যায়নি। নিজেদেরকে বেঁচে থাকার জন্য টিকিয়ে রাখার জন্য এই নাটক করছে।
এটা কমপ্লিট একটা নাটক ছাড়া আর অন্য কিছু নয়। তবে সবং ব্লক অফিসে চার(ক) ফর্ম পূরণের মাধ্যমে একশো দিনের কাজের দাবি নিয়ে জমায়েত হওয়া গরীব খেটে খাওয়া মানুষদের উপর পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে। যার ফলে গুরুতর আহত হয়েছে তিন জন সিপিএম দলের কর্মী বলে সিপিএম দলের পক্ষ থেকে জানানো হয়। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সবং বিডিও অফিস চত্বর রণক্ষেত্রে পরিণত হয়।