নিহত বিজেপি কর্মীর বাড়িতে পরিবারের সাথে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি সুশান্ত বেড়া, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগ বিধায়ক মধুসূদন সহ আরো নেতৃত্বর। তারা মৃত শেখ বাকিবুল্লা’র পরিবারের সাথে কথা বলে এবং সমবেদনা জানান। গত ২১ জুন শনিবার গোঘাটে হাত বাঁধা অবস্থায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি গোঘাটের সানবাঁদি এলাকার।
মৃত বিজেপি কর্মীর নাম শেখ বাকিবুল্লা। জানা গেছে, তিনি গোঘাটের বিজেপি সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন। গত শনিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন ওই বিজেপি কর্মীকে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাঁর দুটি হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে দাবি করেন পরিবার, বিজেপির পক্ষ থেকেও একই অভিযোগ তোলা হয়। এদিন মৃতের বাড়িতে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ঘটনা সন্দেহজনক। আমাদের কাছে কিছু প্রশ্ন অধরা।
মোবাইল ফোনের কল রেকর্ড দেখা যেত তবে পুলিশ মোবাইল ফোনটি নিয়ে গেছে, যা পুলিশের পরিবারকে জানানো উচিত। কল রেকর্ড থেকে শেষ কল কার এসেছে, তা আই ও (তদন্ত আধিকারিক) বা পুলিশ পরিবারকে জানায়নি। আমরা সিদ্ধান্ত নিলাম, বাড়িতে সিসি ক্যামেরা পার্টির পক্ষ থেকে লাগানোর ব্যবস্থা করা হবে। শুভেন্দু জানান, উনার স্ত্রী বলছেন আমরা একসাথেই খেলাম-ঘুমোতে গেলাম। বাকিবুল্লা’র কানে হেডফোন ছিল। কে বা কারা তাকে ডাকার ফলে এই ঘটনা ঘটেছে। তবে বাকিবুল্লা খুবই পরোপকারী ছেলে ছিল।
সামাজিক কাজ করতো। মন্ডল ৩ মাইনোরিটি মোর্চার গোঘাটের সভাপতি ছিল। তাকে কেউ না কেউ ডেকেছে, তার পরই সে বেরিয়েছে। এমনই তার স্ত্রীর আশঙ্কা এবং অভিযোগ। পুলিশের তার কল রেকর্ড ও কল লিস্ট বের করে পরিবারকে জানানো উচিত। তাহলে পরিবারের আশঙ্কা অনেকটা লঘু হতে পারে। দ্বিতীয়ত, একটা সুসাইড নোট পুলিশ আমাদের নেতৃত্বদের কাছে জানিয়েছে। যা অনেক আগের।
এটাও খুব সন্দেহজনক। তবে ময়নাতদন্তের রিপোর্টে যদি দেখে কোন অস্বাভাবিক কিছু আসে, পরিবার আইনের আশ্রয় নেবে। এদিন দলের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে, ভবিষ্যতে সবরকম সাহায্য করা হবে। এমনই জানালেন শুভেন্দু অধিকারী। মৃতের স্ত্রী মনোয়ারা বিবি জানিয়েছেন, আজ বাড়িতে এসে বিরোধী দলনেতা ছেলে দুটি’র পড়াশোনার দায়িত্ব নেবে বলেছেন। কিছু আর্থিক সাহায্য করেছেন এবং দল পাশে থাকবে বলে জানিয়েছেন।