- Advertisement -spot_img
Homeরাজ্যবাংলাদেশে ৯ দিনের রথযাত্রার প্রস্তুতি

বাংলাদেশে ৯ দিনের রথযাত্রার প্রস্তুতি

- Advertisement -spot_img

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা-সহ সারাদেশে শুক্রবার থেকে শুরু হতে চলেছে ৯ দিনব্যাপী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এই উৎসবের আয়োজন করছে বরাবরের মতো ইসকন ঢাকার স্বামীবাগ আশ্রম। বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশ্বশান্তিকল্পে অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, ভাগবতীয় আলোচনা, শ্রীচৈতন্যচরিতামৃত পাঠ, ধর্মীয় নাটক ও হরিনাম সংকীর্তন-সহ নানা কর্মসূচিতে সাজানো হয়েছে এই রথযাত্রা মহোৎসব।

বুধবার ইসকনের স্বামীবাগ আশ্রমে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উৎসবের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের এবারের রথযাত্রায় অন্তত লক্ষাধিক ভক্তের সমাগম সাধারণ সম্পাদক চন্দ্র দাস আশা করছেন। এসময় মত বিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শ্রী জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী কমিটির সদস্য বিমলা প্রসাদ দাস, হৃষিকেশ গৌরাঙ্গ দাস, নন্দন আচার্য দাস।

এদিকে, জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব কেন্দ্র ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশ-সহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। রথযাত্রা নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মহম্মদ সাজ্জাত আলি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here