২১ শে জুলাই, শহিদ স্মরণে ধর্মতলায় সমাবেশের সমর্থনে শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ নং ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় গিয়ে দেওয়াল লিখন করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী। তার সাথে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কালিপদ সরেন, গোপীবল্লভপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ প্রমুখ। ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি জানালেন, ‘পায়ে-পায়ে উড়িয়ে ধুলো, ২১শে জুলাই ধর্মতলা চলো’।
এই স্লোগান কে সামনে রেখেই ঝাড়গ্রাম জেলাজুড়ে প্রচার চালিয়ে যাচ্ছে তারা। তিনি বলেন, সব রেকর্ড ছাড়িয়ে যাবে এবারের ধর্মতলার শহীদ স্মরণের সমাবেশ। দিদির ভালোবাসার অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম থেকেও অগণিত মানুষের সমাগম ঘটবে এই ধর্মতলায়। ঝাড়গ্রামের সাংসদ কালিপদ সরেন বলেন, একুশে জুলাই মানে নতুন দিশা, নতুন ভাবনা, নতুন চিন্তা, তাই ধর্মতলার শহীদ স্মরণ সভায় জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলা থেকে হাজার-হাজার মানুষ সামিল হবেন।