জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইস্কন থেকে জগন্নাথ দেবের রথ বেরিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অসংখ্য ভক্ত সমাগমে এই জগন্নাথ দেবের রথ মেচেদা বাজারে প্রদক্ষিন করে। জগন্নাথ দেবের রথযাত্রার শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
জগন্নাথ-বলরাম-সুভদ্রা’র কাছে আরতি করার পর ঝাড়ু দিয়ে রথের দড়ি টেনে তিনি রথযাত্রার সূচনা করেন। তার আগে পুরী থেকে নিয়ে আসা প্রসাদ তিনি সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেন। পাশাপাশি তমলুকের মহাপ্রভু মন্দিরেও তিনি রথ টানেন এবং পুরীর মহাপ্রসাদ বিলি করেন সাধারণ মানুষের মধ্যে। মেচেদা এবং তমলুকের রথযাত্রার ঘিরে মানুষের উদ্বীপনা ছিল চোখে পড়ার মতো।