বিচ্ছেদের পর প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করেছে পরিবার। খবর প্রেমিকের কানে পৌঁছতেই ভয়ংকর কাণ্ড। বাড়িতে ঢুকে প্রেমিকাকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ যুবকের বিরুদ্ধে। শুক্রবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তরুণীর। পরবর্তীতে ইটভাটা থেকে উদ্ধার যুবকের গলায় ফাঁস দেওয়া দেহ। ইতিমধ্যেই দেহদুটিই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অনুমান, রাগের বশেই প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হয়েছেন যুবক। বীরভূমের তারাপীঠ এলাকায় ঘটনায় চাঞ্চল্য। বিয়েতে প্রত্যাখ্যান। প্রেমিকের হাতে প্রেমিকা খুন, পরে আত্মঘাতী প্রেমিক। রথের দিন শোকের ছায়া তারাপীঠের বাতিনা গ্রামে। প্রেমিকা সুস্মিতা বায়েন বাড়ি তারাপীঠ থানার বাতিনায়, প্রেমিক বিক্রম মাল-এর বাড়ি তারাপীঠ থানার বুধি গ্রাম পঞ্চায়েতের খামেড্ডা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
কিন্তু হঠাৎই মেয়ের বাড়ির পরিবার মেয়েটির বিয়ে ঠিক করে অন্যত্র। এরপর কোনভাবেই আর মেয়েটির সঙ্গে যোগাযোগ করতে পারে না বিক্রম। আর এতেই ক্ষিপ্ত হয়ে গতকাল(বৃহস্পতিবার) রাত্রে বিক্রম মাল মেয়েটির বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে।
মেয়েটির চিৎকার চেঁচামেচিতে পালিয়ে যাই ওই যুবক। পরিবারের লোকেরা মেয়েটিকে তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে জানা যায় প্রেমিকার মৃত্যুর খবর প্রেমিকের কানে পৌঁছতেই প্রেমিক বিক্রম মাল সাহাপুর গ্রামে ঘোষ ইটভাটায় গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয়েছে। মৃতদেহটিকে উদ্ধার করে তারাপীঠ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।