রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাত দিয়ে বিজেপির নতুন কার্যালয়ের ভিত্তি স্থাপন হল। উপনির্বাচনের বৈতরণী পার করে এবার ২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে নদিয়া উত্তর বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্ব। দলের সংগঠনকে আরও মজবুত করতে কৃষ্ণনগর জাতীয় সড়কের ধারে একটি নতুন বিজেপি ভবনের সূচনা হল শুক্রবার। রথযাত্রার দিনকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে এই সূচনার জন্য। পূর্ণলগ্নে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে পূজা এবং ভবন নির্মাণের সূচনা হয়।
এই ভবনটি ভবিষ্যতের দলীয় পরিকল্পনা, কর্মশালা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো ছিল। সকাল থেকেই কর্মীদের ভিড়, পতাকা ও ব্যানারে সাজানো এলাকা যেন জানান দিচ্ছে আগামীর রাজনৈতিক লড়াইয়ে দলের প্রস্তুতির দৃঢ়তা। নতুন ভবন শুধু একটি স্থাপত্য নয়, বরং তা দলের ভবিষ্যৎ কর্মসূচি ও সংগঠনের রূপরেখার প্রতীক হয়ে ওঠে, মন্তব্য করলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।