আজ(শুক্রবার) রথযাত্রা। গোটা রাজ্যজুড়ে মহাসমারহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। দীঘার জগন্নাথ মন্দিরেও রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রথযাত্রার দিন বাড়িতে বসে নেই অনুব্রত। বোলপুরে প্রধান তৃণমূলের দলীয় কার্যালয় থেকে নেমে এসে পার্টি অফিসের সামনে রথযাত্রার উৎসবে সামিল কেষ্ট মন্ডল।
টান দিলেন রথের রশিতে। বোলপুর পার্টি অফিসের সামনে উৎসবের মেজাজ। অনুব্রত বলেন, বেশ ভালো লাগছে। আজ রথযাত্রা উৎসব। ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। বোলপুরের বহু প্রাচীন ঐতিহ্যবাহী রথ চন্দ্র ও মণ্ডল বাড়ির। সেই রথের রশিতে টান দিলাম। প্রভু জগন্নাথ দেব যেন সকলকে ভালো রাখেন।