বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ফিঁদায়ে জঙ্গি ধাক্কা মারে সেনা কনভয়ে। বিস্ফোরণে প্রাণ হারান ১৬ জন জওয়ান। সাধারণ বাসিন্দা-সহ আহত ২৯। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) শাখা সংগঠন হাফিজ গুল বাহাদুর। এএফপি সূত্রে খবর, আজ শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি ফিঁদায়ে হামলা।
বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনা কনভয়ে ধাক্কা মারা হয়। প্রথমে ১৩ জন জওয়ানের মৃত্য়ুর খবর মিললেও মৃত বেড়ে এখন ১৬ হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় দুটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে। সেখানে ৬টি শিশু আহত হয়েছে। গত এপ্রিল মাসে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় জঙ্গি হামলা হয়। সেই সময় সেখানে স্থানীয় শান্তি কমিটির বৈঠক চলছিল। তখনই ঘটে বিস্ফোরণ। এর আগে একাধিক বার প্রকাশ্যে টিটিপি-র বিরোধিতা করেছিল ওই শান্তি কমিটি।