২০২৬-এর ১ এপ্রিল থেকে নাগরিকের বাড়ির তালিকা তৈরি শুরু হবে। এই বিষয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে চিঠি পাঠালেন ভারতের জনগণনা কমিশনার এবং রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। ওই চিঠিতে জানানো হয়েছে, গৃহতালিকা তথা গৃহগণনার কার্যক্রম ১ এপ্রিল, ২০২৬ থেকে শুরু হবে। রাজ্য প্রশাসনগুলিকে পাঠানো জনগণনা কমিশনারের চিঠিতে আরও বলা হয়েছে, ১ এপ্রিল, ২০২৬-এর আগে রাজ্য এবং জেলা প্রশাসনের সহযোগিতায় তত্ত্বাবধায়ক, গণনাকারী নিয়োগ করা হবে। এরপর তাঁদের মধ্যে কাজ বন্টন করা হবে।
উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে দেশে দুই দফায় হবে জনগণনা। প্রথম ধাপে পারিবারিক আয়, সম্পদের পরিমাণ, আবাসন বা বাড়ির পরিস্থিতি এবং সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় ‘হাউসলিস্টিং অপারেশন (এইচএলও)’। দ্বিতীয় ধাপে পরিবারের প্রতিটি সদস্যের আর্থ-সামাজিক-সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটি ‘পপুলেশন এনুমেরেশন’ নামে পরিচিত। এই প্রথমবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে।