- Advertisement -spot_img
Homeবিদেশ৫০০ ড্রোন নিয়ে ইউক্রেনে আক্রমণ রাশিয়ার!

৫০০ ড্রোন নিয়ে ইউক্রেনে আক্রমণ রাশিয়ার!

- Advertisement -spot_img

শনিবার থেকেই আকাশপথে সংঘাত চলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে। জানা গিয়েছে, রাশিয়ার হেলিকপ্টার এবং এয়ার ডিফেন্স সিস্টে লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। তার পালটা দিতেই বড়সড় প্রত্যাঘাত করেছে মস্কো।

শেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৪৭৭টি ড্রোন ও ৬০টি মিসাইল ছুড়েছে রাশিয়া। তার জেরে এক শিশু-সহ ৬ জন আহত হয়েছেন বলে খবর। গত তিনবছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। তবে এক সঙ্গে এতগুলি ড্রোন-মিসাইলের মাধ্যমে হামলা এই প্রথমবার। জানা গিয়েছে, যার মধ্যে ২১১টি ড্রোন ও ৩৮টি মিসাইল রুখে দিতে সফল হয় ইউক্রেন। বাকিগুলি আছড়ে পড়ে ইউক্রেনের বহু ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ এলাকায়। তবে এখনও পর্যন্ত এই হামলার জেরে প্রাণহানির খবর মেলেনি।

রুশ হামলার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি স্পষ্ট দাবি করেন, জনবসতি এলাকা লক্ষ্য করে হামলা করছে রাশিয়া। তাই তিনবছর যুদ্ধের পর সংঘর্ষবিরতির যে আলোচনা চলছে, সেই প্রচেষ্টায় একেবারে জল ঢেলে দিয়েছে মস্কো। জেলেনস্কি আরও জানান, রুশ হামলায় ধ্বংস হয়ে গিয়েছে একটি এফ-১৬ বিমান। যুদ্ধবিমানে থাকা পাইলটের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আগে তিনি সাতটি ড্রোন নিষ্ক্রিয় করেছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here