উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ন্যা জাট থানার এলাকার ঘটনা। বছর তেরোর নাবালিকা ছাত্রী, বাবা মা কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকে। জেঠুর বাড়ি থেকে পড়াশোনা করত। বাড়িতে কেউ না থাকার সুবাদে প্রতিবেশী বছর ৪২-এর মিজান শেখ, রবিবার সন্ধ্যেবেলা ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে এমনকি এই কথা যাতে বাইরে না বলে তার জন্য প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ।
ওই নির্যাতিতা নাবালিকা পরিবারের সদস্যকে নিয়ে ন্যা জাট থানায় অভিযোগ দায়ের করেন। লিখিত সেখানে বলেছেন বেশ কয়েকবার তাকে এর আগেও ধর্ষণ করা হয়েছে। ওই নির্যাতিতাতে কে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার মেডিকেল পরীক্ষা হবে। অন্যদিকে বসিরহাট মহকুমা আদালতে তার জবানবন্দি হবে ম্যাজিস্ট্রেটের কাছে। ইতিমধ্যে ওই অভিযুক্ত কে পুলিশ গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে এবং মঙ্গলবার আদালতে পাঠাবে। নাবালিকার এক আত্মীয় দাবি করেন, প্রতিবেশী ওই অভিযুক্ত সে ওই এলাকার আইএসএফের সমর্থক এবং ওই নির্যাতিতার পরিবার তৃণমূলের সমর্থক।
অন্যদিকে তৃণমূল নেত্রী সিরিয়া পারভিন বলেন, সন্দেশখালি ন্যাজাট থানা এলাকায় যে নাবালিকা কে ধর্ষণ করা হয়েছে, খুব দুঃখজনক ঘটনা। তার সঠিক তদন্ত হোক এবং যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি একজন আইএসএফের সমর্থক। ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে। এই ঘটনার পর আইএসএফ নেতা পিয়ারু ইসলাম বলেন, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে ওই ব্যক্তি আইএসএফ করেন না, তাদের দলের কেউ নয়, কিন্তু এই ধরনের ঘটনা যাতে সঠিক তদন্ত হয়, তিনি পুলিশের উপর আস্থা রেখেছেন বলে জানান। বসিরহাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি দুর্বার ব্যানার্জি তিনি বলেন, একটি ধর্ষণের অভিযোগ জমা পরেছে। সেই অভিযোগের ভিত্তিতে একজন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার তাকে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হবে। তারপর পুলিশ হেপাজতে নেওয়ার পরে পুরো বিষয়টা তদন্ত শুরু হবে।