পাথরপ্রতিমা ব্লকের বিডিও অফিসের কাছে মঙ্গলবার সকাল থেকে রাস্তার উপর ম্যাজিক ও ইঞ্জিন ভ্যান রেখে পথ অবরোধে সামিল হলেন চালকরা। এই অবরোধের ফলে আটকে পড়েন রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বহু সাধারণ মানুষ ও সরকারি গাড়ি।
বিক্ষোভকারীদের অভিযোগ, রামগঙ্গা থেকে মিলন মোড় পর্যন্ত প্রায় ২০–২৫ বছর ধরে তারা যাত্রী পরিবহণ করে সংসার চালাতেন। কিন্তু গত দু’বছর ধরে টোটো চালু হওয়ায় আয় কমে গিয়েছে, পরিবারের লোকজনের দু’বেলা খাবার জোটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিক্ষোভকারীরা জানান, কয়েক মাস আগে প্রশাসনের হস্তক্ষেপে রুট বন্টন ঠিক হয়েছিল। হঠাৎ করে টোটো ইউনিয়ন নতুন করে ঘোষণা করেছে যে রামগঙ্গা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত তারাও চলবে। এতে ক্ষুব্ধ হয়ে শতাধিক ম্যাজিক ও ইঞ্জিন ভ্যানচালক রাস্তায় শুয়ে পড়ে বুকে হাত দিয়ে আঘাত করতে করতে বিক্ষোভ দেখান।
বিক্ষোভের কারণে স্কুল পড়ুয়া, অফিসগামী মানুষ, সরকারি আধিকারিকদের গাড়িসহ বহু যানবাহন আটকে পড়ে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, সমস্যা সমাধানের স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।