পুলিশের পোশাক বানিয়ে পরে নিজেকে কনস্টেবল পরিচয় দিত গাইঘাটার যুবক অঙ্কিত ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাক পরে ছবি পোস্ট করত, আর এলাকায় নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দিত। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গাইঘাটা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, অঙ্কিত গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গী এলাকার বাসিন্দা। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসঙ্গতি দেখা যায়। পুলিশ নথিপত্র দেখতে চাইলে, চাকরির কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি সে। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে একাধিক পুলিশের পোশাক, নেমপ্লেট এবং ভুয়ো নথি উদ্ধার করে পুলিশ।
পরিবারকে সে জানিয়েছিল, পুলিশের জন্য পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এবং বিকাশ ভবনে পোস্টিং রয়েছে। প্রতিদিন বাড়ি থেকে পুলিশের পোশাক পরে বের হতো ডিউটির নাম করে।
পুলিশ জানিয়েছে, অঙ্কিতের বিরুদ্ধে প্রতারণা ও ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে। ঘটনার গভীরে তদন্ত চলছে, এই চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।