ছাত্র সংগঠন এআইডিএসওর পশ্চিম বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার আসানসোলের বিএনআর মোড় এলাকা থেকে আসানসোলের এসডিএম বা মহকুমাশাসক ( সদর) অফিস পর্যন্ত একটি মিছিল করা হয়। এই মিছিলে সংগঠনের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংগঠনের তরফে বিভিন্ন দাবির সমর্থনে মহকুমাশাসকের (সদর) অফিসে একটি স্মারকলিপি জমা দেন।
এই প্রসঙ্গে, সংগঠনের তরফে তুষার দাস বলেন, সুপ্রিম কোর্ট ২০১৬ সালের শিক্ষক প্যানেল বাতিলের কারণে সমগ্র পশ্চিমবঙ্গের ৯ হাজার স্কুলের ৯০ লক্ষ পড়ুয়া নানা সমস্যার সম্মুখীন হচ্ছে । এদিনের এই মিছিল থেকে এবং স্মারকলিপির মাধ্যমে আমরা স্কুলে সুষ্ঠুভাবে পঠনপাঠন ও শিক্ষার দাবি জানাচ্ছি। এর পাশাপাশি তিনি বলেন যে, আমাদের দাবি হলো, পূর্ণ সম্মানের সাথে স্কুলগুলিতে যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। গত বছর কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে এবং কয়েকদিন আগে কলকাতার কসবার একটি আইন কলেজে একটি জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। যেখানে মেডিকেল কলেজের একজন ডাক্তারকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে এবং আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে।
তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে গত বেশ কয়েক বছর ধরে ছাত্র ইউনিয়ন নির্বাচন করা হচ্ছে না। যারা অনেক আগে কলেজ থেকে পাশ করে বেরিয়ে গেছে, তারা কলেজে ঢুকে অরাজক পরিস্থিতি পরিস্থিতি তৈরি করছে। তিনি বলেন, ছাত্র ইউনিয়ন নির্বাচন পড়ুয়াদের অধিকার। রাজ্য সরকারের কারণে যা থেকে পড়ুয়ারা বঞ্চিত হচ্ছে। এছাড়াও, তিনি বলেন, আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে গত এক বছর ধরে কোনও উপাচার্য নেই। যে কারণে পড়ুয়ারা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে এসডিএমের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। ডিআই অফিসেও একটি স্মারকলিপি জমা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।