পশ্চিমবঙ্গের জন্য ‘বাঙালি হিন্দুত্বে’ জোর দিতে চলেছে বিজেপি। শমীক ভট্টাচার্যকে বেছে নেওয়ার কারণ কী, তা ব্যাখ্যা করে বুধবার থেকেই বিজেপির একাংশের তরফে বলা শুরু হয়েছিল। বিস্তীর্ণ গ্রাম-মফস্সল বিজেপির সঙ্গেই রয়েছে, এবার তার পাশাপাশি শমীক ‘শহুরে, শিক্ষিত, মধ্যবিত্ত, ভদ্রলোক’ বাঙালির মন আরও বেশি করে স্পর্শ করবেন, এই মর্মে ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল।
বৃহস্পতিবার বিজেপির নতুন রাজ্য সভাপতিকে বরণের মঞ্চ বুঝিয়ে দিল, বঙ্গে বদলে যাচ্ছে হিন্দুত্বের ‘ব্র্যান্ডিং’। শমীককে আনুষ্ঠানিক ভাবে সভাপতি ঘোষণা করার মঞ্চে শ্রীরামচন্দ্রের ছবি নয়, দেখা গেল কালীঘাট মন্দিরের কালীর বিগ্রহের ফ্রেমে বাঁধানো ছবি। শমীকের নাম ঘোষিত হতে সেই ছবিই আরও বড় আকারে ভেসে উঠল মঞ্চের এলইডি পটভূমিতে।
বিজেপির যে কোনও মঞ্চে জনসঙ্ঘ (বিজেপির পূর্বসূরি) প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দলের প্রধান তাত্ত্বিক দীনদয়াল উপাধ্যায় এবং ভারতমাতার ছবি থাকা আবশ্যিক। বৃহস্পতিবার সায়েন্স সিটির প্রদর্শনী ময়দানে হ্যাঙ্গার-আচ্ছাদিত মঞ্চেও তার ব্যতিক্রম ঘটেনি।
কিন্তু যে দিকে সেই তিনটি ছবি রাখা ছিল, তার উল্টো দিকেই ফুল-মালায় সজ্জিত কালীর ছবিও ছিল। ‘তাৎপর্যপূর্ণ’ ভাবে, সে ছবি কালীঘাটের বিগ্রহের। বিজেপির কর্মসূচিতে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও ওঠে মুহুর্মুহু। কিন্তু বৃহস্পতি-মঞ্চে শ্রীরামের পাশাপাশি মা কালীর নামেও জয়ধ্বনি শোনা গেল কর্মসূচির সঞ্চালক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর মুখে।