রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী তপন নাগের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রেজেন্টিং অফিসার গ্রন্থাগারিক অজয় মিশ্র নিরপেক্ষ নন। উনি অভিযুক্ত শিক্ষাকর্মীর হয়ে কাজ করছেন। এই অভিযোগ নিয়ে বাকবিতন্ডা থেকে বচসা। বচসা চলাকালীন তদন্ত কমিটির প্রেজেন্টিং অফিসার গ্রন্থাগারিক অজয় মিশ্রকে মারধরের হুমকি, অশ্লীল গালিগালাজ করার অভিযোগ উঠেছে টিচার্স কাউন্সিলের সভাপতি অধ্যাপক দেবাশিস বিশ্বাসের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে অজয় মিশ্র ও আধিকারিক সমিতির সদস্যরা দলবদ্ধভাবে উপাচার্য দীপক কুমার রায়কে ডেপুটেশন দেন। অধ্যাপকের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান তাঁরা।
উল্লেখ্য, গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসতেই আধিকারিকেরা দলবদ্ধভাবে উপাচার্যের কাছে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ জানাতে যান। গ্রন্থাগারিক অজয় মিশ্রের অভিযোগ, তদন্ত কমিটির আমি একজন সদস্য, দেবাশিস বিশ্বাস তদন্ত কমিটিতে সাক্ষী দিয়েছেন। তার যদি কোনও প্রশ্ন থাকে তাহলে তিনি উপাচার্যকে জানাবেন।
কিন্তু তিনি তা না করে গ্রন্থাগারের ভেতরে ঢুকে তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার পাশাপাশি মারধর করতে উদ্যত হন। একজন অধ্যাপকের কাছে এমনটা আশা করা যায় না। এদিকে গন্ডগোলের জেরে আজ তদন্ত কমিটির শুনানি হয়নি বলে দাবি শিক্ষাকর্মী তপন নাগের। তিনি বলেন, ‘এই মাসে আমি অবসর নেব। অনেক দিন পর আজ শুনানি ছিল, কিন্তু নিজেরা নিজেরা গন্ডগোল করে শুনানিটা আজ বন্ধ করে দিল।’ অন্যদিকে, অধ্যাপক দেবাশিস বিশ্বাস তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে পালটা অজয় মিশ্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন।