শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটি-র নয়া চেয়ারম্যান হলেন দিলীপ দুগার। ভাইস চেয়ারম্যান পদ পেয়েছেন শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
এর আগে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদে ছিলেন জেলাশাসক। যদিও জেলাশাসক পদে থাকাকালীন এসজেডিএ-র কোনও বোর্ড মিটিং হয়নি। ফলে এজেডিএ-র বহু প্রকল্পের রূপায়ন নিয়ে সমস্যা দেখা দেয়। বিরোধীদের অভিযোগ, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার উন্নয়নে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও ক্রমেই গুরুত্বহীন হয়ে পড়ে এসজেডিএ। তবে এবার নতুন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের হাতে এসজেডিএ ফের স্বমহিমায় ফিরবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।