“জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর”, যুগাবতার মানবধর্মের উপাসক বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুলিয়ানা বিবেকানন্দচকে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো৷
অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, গোপীবল্লভপুর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তারা শঙ্কর কুইলা, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য দ্বিজেন বারিক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত সকলই স্বামী বিবেকানন্দের মূর্তিতে ফুলের মালা দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। সেই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন। যথাযথ মর্যাদা সহকারে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস কুলিয়ানা গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হয়।