কোল ইন্ডিয়ার অন্যতম কয়লা উত্তোলনকারী সংস্থা ইসিএলের পাশাপাশি বিসিসিএলও নিজেদের লিজ হোল্ড এলাকায় অবৈধ কয়লাখনি বন্ধ করতে কোমর বেঁধে নেমেছে। শুক্রবার সকালে আসানসোলের কুলটির দামাগোড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এরকম সাতটি অবৈধ খনি ভরাট করা হয়েছে। এ বিষয়ে দামাগড়িয়া কোলিয়ারির প্রকল্প আধিকারিক বা প্রজেক্ট অফিসার ধর্মেন্দ্র তিওয়ারি বলেন, এখানে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। যাদের কাজ হল পুরো এলাকা ঘুরে দেখা ও কোথাও অবৈধভাবে খনি তৈরি করে কয়লা উত্তোলন করা হচ্ছে কিনা, তা চিহ্নিত করা।
তিনি বলেন, এটা কেবল কয়লা চুরির ঘটনা নয়, এর সাথে মানুষের জীবন জীবিকা জড়িত রয়েছে। অবৈধভাবে কয়লা উত্তোলনের চেষ্টায় যদি একজনও মারা যায়, তাকে ফিরিয়ে আনা যাবে না। এই কারণে, এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। এদিন এরকম প্রায় সাতটি অবৈধ খনি ভরাট করা হয়েছে। অবৈধ কয়লাখনি সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া আগামী দিনেও অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, পুলিশ প্রশাসন এই কাজে আমাদেরকে সবরকম ভাবে সহযোগিতা করছে।