তিব্বতি ধর্মগুরু পঞ্চদশ দলাই লামা নির্বাচনে জিন হস্তক্ষেপ করতে চাইলেওভারত করবে না। ইতিমধ্যে বেজিং ঘোষণা করেছে তাদের অনুমোদন ছাড়া কাউকে দলাই লামা পদে আসীন করা যাবে না। এজন্য চীন অধিকৃত তিব্বতের ধর্মগুরু পাঞ্চেত লামাকে সামনে এনেছে বেজিং। যদিও খোদ চতুর্দশ দলাই লামা ঘোষণা করেছেন পরবর্তী অর্থাৎ পঞ্চদশ দলাই লামা কে হবেন,তা ঠিক করবেন তাদের গাহদেন ফ্রুদাং ট্রাস্ট।
আগামী রবিবার চতুর্দশ দলাই লামার জন্মদিন। সম্ভবত ঐদিন হিমাচলের ধর্মশালাতে পঞ্চদশ দলাই লামার অভিষেক ঘটবে।
তবে আখ বাড়িয়ে বেইজিং বলে দিয়েছে চীনের সরকার যাকে অনুমোদন দেবে তাকেই তিব্বতিরা ধর্মগুরু হিসেবে মানবেন। যদিও চীন অধিকৃত তিব্বত থেকে সংগীদের নিয়ে ভারতে চলে এসেছিলেন বর্তমান দলাই লামা। হিমাচলের ধরমশালাতে তারা বসবাস শুরু করেন। আপাতত এই ধরমশালাতে স্বেচ্ছায় নির্বাচনে রয়েছেন বর্তমান দালাই লামা।
পঞ্চদশ দলাই আমার অভিষেক পর্বে রবিবার সম্ভবত তিনি সামনে আসবেন। চীন যে কথা বলছে তার পাল্টা প্রত্যুত্তর অবশ্য ভারত দেয়নি। তবে শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেছেন সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচরণ নিয়ে ভারত কোন অবস্থান নেয় না। অর্থাৎ চীনকে ঘুরিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে যে তিব্বতি ধর্ম গুরু নির্বাচনে বেজিং যেভাবে হস্তক্ষেপ করছে তাতে ভারত খুশি নয়। ধর্ম নিয়ে বেইজিং এর রাজনীতি ঠিক নয় বলে মনে করছে নয়াদিল্লি। রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে ডলাইন আমার জন্মদিনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কিরণ রিজেজু।এছাড়া থাকবেন আরেক মন্ত্রী রণবীর সিং।