‘মাসুদ আজহার এখানে নেই’, আজব দাবি পাকিস্তানের! সে যে পাকিস্তানে বহাল তবিয়তেই রয়েছে এমন প্রমাণ বারবার মিলেছে। কিন্তু এবার আজব কথা শোনা গেল পাক রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো জারদারির মুখে। তাঁর দাবি, আজহার মোটেই পাকিস্তানে নেই। সে রয়েছে আফগানিস্তানে। সেই সঙ্গেই তাঁর আরও দাবি, জইশ প্রধানের পাকিস্তানে থাকার প্রমাণ যদি দিতে পারে নয়াদিল্লি, সেক্ষেত্রে ইসলামাবাদই তাকে গ্রেপ্তার করবে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিপিপি প্রধান বলেন, ”হাফিজ সইদ এখানে বহাল তবিয়তে রয়েছে একথাটা ঠিক নয়। আর মাসুদ আজহারের কথা যদি বলেন আমরা ওকে গ্রেপ্তার করতে পারিনি কিংবা চিহ্নিত করতে পারিনি। ওর আফগান জেহাদিদের সঙ্গে অতীত সম্পর্ক মাথায় রেখে বলতে পারি, আমাদের বিশ্বাস ও আফগানিস্তানেই রয়েছে। যদি ভারত সরকার আমাদের তথ্য দিতে পারে যে ও পাকিস্তানের মাটিতেই রয়েছে, সেক্ষেত্রে আমরা ওকে খুশি মনে গ্রেপ্তার করতে পারি। কিন্তু ঘটনা হল, ভারত সরকার তেমন কিছু দিচ্ছে না।”